অনলাইন ডেস্ক
চট্টগ্রাম টেস্ট ক্রিকেট খেলার তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। সকালে শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিরে গেছেন দিনের শুরুতেই।
গতকাল বুধবার প্রথম ইনিংসে বাংলাদেশ ৪ উইকেটে ৩৮ রানে শেষ করেছিলো। আজ বৃহস্পতিবার সকালে সেখান থেকেই শুরু করেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক। তবে টাইগার অধিনায়ক থিতু হতে পারলেন না ক্রিজে। আরও একবার উপহার দিলেন হতাশা।
এর আগে, ৬ উইকেটে ৫৭৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা দল। প্রথম ইনিংসে প্রোটিয়া দলের টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস ও উইয়ান মুল্ডার সেঞ্চুরি করেন।
চট্টগ্রাম টেস্ট ক্রিকেটের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দল ব্যাটিংয়ে নামতেই শুরু হয় হতাশা। যে উইকেটে সফরকারী দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটসম্যানরা রানের ফোয়ারা ফুটিয়েছে সেই একই পিচেই বাংলাদেশ ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলারদের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। প্রোটিয়া দলের পাহাড় সমান ৫৭৫ রানের নিচে চাপা পড়ে, প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। নিজেদের চেনা মাঠেও, স্বাগতিক দলের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট চালিয়েছেন তাতে কেবল হতাশাই বেড়েছে।
ওপেনার শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান ও নাইট ওয়াচম্যান হিসেবে নামা হাসান মাহমুদ তাড়াহুড়ো করে প্রতিপক্ষের বোলারদের উইকেট উপহার দিয়ে আসেন। মাত্র ৯ ওভারেই স্বাগতিক দল ৪ উইকেট হারায়। দিন শেষে প্রথম ইনিংসে স্বাগতিক বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৮ রান। ফলোঅন এড়াতে বাংলাদেশ দলকে নূনতম ৩৭৫ রান করতে হবে।