অনলাইন ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৭) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
রোববার (২ অক্টোবর) দুপুরে সীমান্তের জিরো পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওমর ফারুক তমব্রু রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ।
তিনি বলেন, ওমর ফারুক রোববার সকালে সীমান্তরেখা পার হয়ে মিয়ানমারের ভূখণ্ডে মাছ ধরতে যান। এ সময় সেখানে একটি মাইন বিস্ফোরণ হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
দুপুরের দিকে ওমর ফারুকের মরদেহ শূন্যরেখায় এনে রোহিঙ্গাদের নির্দিষ্ট কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান তিনি।
আরোও পড়তে পারেন : সোনার দাম আবারো কমানো হলো