অনলাইন ডেস্ক
রোববার (২৬ ডিসেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে বোকাইনগর ইউনিয়নের বৃ-বড়ভাগ ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। ওই কেন্দ্রের মোট ভোটার ৮৯৫ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ৭২৩ জন।
নির্বাচন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী বৃ-বড়ভাগ ভোটকেন্দে হাবিব উল্লাহ নৌকা প্রতীকে ২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী আল মোক্তাদির শাহীন ঘোড়া প্রতীকে ৩৯৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী হাবিবুল ইসলাম খান শহীদ চশমা প্রতীকে ২৬২, স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন লিটন মোটরসাইকেল প্রতীকে ২৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী নওয়াব উদ্দিন খান পাঠান আনারস প্রতীকে ৩ ভোট পান।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বোকাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রোববার ভোটগ্রহণ শেষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আল মুক্তাদির শাহীন ঘোড়া প্রতীকে ৭ হাজার ২৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুল ইসলাম খান শহীদ চশমা প্রতীকে ৪ হাজার ৯০৮ ভোট, মো. হাবিব উল্লাহ নৌকা প্রতীকে ২ হাজার ৬৭৪ ভোট, কামাল উদ্দিন লিটন মোটরসাইকেল প্রতীকে ১ হাজার ৪৬২ ভোট, নওয়াব উদ্দিন খান পাঠান আনারস প্রতীকে ১ হাজার ৯১৮ ভোট পান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার এ ফলাফল ঘোষণা করেন।
প্রসঙ্গত, বোকাইনগর ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ৭৭৬ জন। তার মধ্যে ভোট প্রদান করেন ১৮ হাজার ৭শ জন। শতকরা হার ৭৫ দশমিক ৪৮ শতাংশ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা