রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ ক্যাসিনোতে অভিযানের পর এবার স্পা সেন্টারে অভিযানে নেমেছে পুলিশ। গুলশানের তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ১৬ নারীসহ ১৯ জনকে আটক করা হয়েছে।
গুলশান থানা পুলিশ রোববার রাত ৯টার দিকে গুলশানের নাভানা টাওয়ারের ১৮, ১৯ ও ২০ তলায় অবস্থিত তিনটি স্পা সেন্টারে অভিযান শুরু করে। স্পা সেন্টারগুলো হলো- লাইভ স্টাইল হেল্থ ক্লাব অ্যান্ড স্পা অ্যান্ড সেুলন, ম্যানগো স্পা ও রেসিডেন্স সেলুন-২ অ্যান্ড স্পা।
গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী জানান, স্পা সেন্টারগুলোতে অসামাজিক কার্যকলাপ হয়- এমন তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে তিনটি ফ্লোরে অভিযান চালানো হয়। অভিযানে ১৬ জন নারী ও ৩ জন পুরুষসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে।
ডিসি আরও জানান, আটকদের থানায় পাঠানো হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এসব ব্যবসায়ের সঙ্গে কারা কারা জড়িত, কারা মালিকপক্ষ, কারা এটি পরিচালনা করত, সবকিছু পর্যবেক্ষণ হচ্ছে। এ বিষয়ে দ্রুত মামলা দায়ের করা হবে।
রাজধানীতে স্পার নামে অশ্লীলতা, অসামাজিক কার্যকলাপের এ রকম আরও অনেক অভিযোগ রয়েছে। মুলত প্রতিষ্ঠানগুলো নিজেদের ফেসবুক পেজে স্পন্সর বিজ্ঞাপন দিয়ে তাদের প্রচারণা করে থাকে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা