অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত ওই সাংবাদিকের নাম ইয়াদ আহমেদ আল-রাওয়াগ। তিনি সাউত আল-আকসা রেডিওর সম্প্রচারক ও অনুষ্ঠান উপস্থাপক ছিলেন।
গাজার সরকারি গণমাধ্যম দফতরের বরাতে আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৭শে জানুয়ারি) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলার ঘটনা ঘটে। এতে ওই সাংবাদিকের মৃত্যু হয়।
এক বিবৃতিতে জানানো হয়, এ নিয়ে গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলা শুরু হওয়ার পর থেকে সাংবাদিক নিহতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে।
আরোও পড়তে পারেন : ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ