অনলাইন ডেস্ক
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে ৫০ টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। ইসি জানিয়েছে, জালিয়াতির মাধ্যমে গোপন কক্ষে একজনের পরির্বতে আরেকজন ভোট দেওয়ার অভিযোগে এসব কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।
এর আগে সকাল ৮ টায় জাতীয় সংসদের গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। মোট ১৪৫টি কেন্দ্রের ৯৫২টি বুথে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সাঘাটা ও ফুলছড়ি এই ২ উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৯৮ জন।
বিস্তারিত আসছে …..
আরোও পড়তে পারেন : জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সব আয়োজন তিন দিনের জন্য স্থগিত