অনলাইন ডেস্ক
এই মা হতে চলে হাতিটির মৃত্যু মেনে নিতে পারছেন না মানবিকতা সম্পূর্ণ মানুষেরা। ঘটনাটা ঘটেছিলো কেরলের মনপ্পুরমে। আনারস খেতে না খেতেই মুখের ভেতর ফুটতে তাকে বাজি। রক্তাক্ত হয়ে যায় হাতির মুখ। যন্ত্রতায় একটা জলাশয়ে নেমে পড়ে হাতিটি। সেখানেই তার মৃত্যু হয়। তার গর্ভের বাচ্চাটির আর পৃথিবীর আলো দেখা হয় না।
এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের তারকারাও। বলিউড নায়ক বরুণ ধাওয়ান হাতির একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমরা ভাবি একদিন শয়তানকে দেখতে পাব যার মাথায় দুটি শিং রয়েছে। কিন্তু চারপাশে নজর রাখলেই অনেক শয়তান দেখা যায়। হাতিটির ১৮-২০ মাস বাদে সন্তান প্রসব করার কথা ছিল। সে আহত হওয়ার পরেও কারোর ওপর হামলা করেনি। শুধু নদীতে দাঁড়িয়েছিল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য।’
রণদীপ হুদা লিখছেন, ‘একটি গর্ভবতী হাতিকে এভাবে হত্যা করার মতো অমানবিক ঘটনা আর হয়না। এটা মেনে নেওয়া যায় না। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
আনুশকা শর্মা বলেন, ‘এইজন্যই পশুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে কঠিন আইন হওয়া উচিত।’
শ্রদ্ধা কাপুর লিখেছেন, ‘কিভাবে এমন একটা ঘটনা ঘটতে পারে? কিভাবে? মানুষের কি হৃদয় বলে কিছু নেই? আমার এসব দেখে হৃদয় ভেঙে গিয়েছে। অপরাধীদের শাস্তি চাই।’
আলিয়া ভাট লিখছেন, ‘সাংঘাতিক! ওদের হয়ে আমাদেরকেই সরব হতে হবে। এটা কি কোন মজার জিনিস! হৃদয় ভেঙ্গে গিয়েছে।’
কেরলের মনপ্পুরম এর একজন বনকর্মী সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি প্রথম তুলে ধরেন। বনদপ্তরের আধিকারিক সোশ্যাল মিডিয়া পোস্ট লিখেছেন,‘হাতিটি আমাদের বিশ্বাস করেছিল। আনারস খাওয়ার পর যখন তা ফেটে যায় আমি নিশ্চিত ও নিজের কথা ভাবেনি। ও তখন নিজের গর্ভস্থ সন্তানের কথা ভাবছিল।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা