অনলাইন ডেস্ক
ইতালি এবং স্পেনে মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও সারা বিশ্বে মৃত্যুর মিছিল কিন্তু থেমে নেই এই করোনা ভাইরাসের মহামারীতে। আগের মতই অব্যাহত রয়েছে এবং, শুধু গত তিন সপ্তাহেও প্রাণ গেছে ৫০ হাজার করে মানুষের। শেষ তিন সপ্তাহে মোট ১.৫ লাখ মানুষের প্রাণ কেড়েছে করোনা ভাইরাসটি।
সব মিলিয়ে বিশ্বব্যাপি করোনাভাইরাসের কারণে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল ২ লাখ যার অর্ধেক মারা গেছে গত ১৫ দিনে। মোট আক্রান্তের সংখ্যাও ২৯ লাখ ছুঁই ছুঁই (২৯ লাখ ৯১ হাজার ৬৯ জন)। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৯০৪ জন।
শেষ তিন সপ্তাহেই মৃত্যুবরণ করেছে ১.৫ লাখ মানুষ। অর্থ্যাৎ, প্রতি সপ্তাহেই এখন কম করে ৫০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। অন্তত গত তিন সপ্তাহে এই ধারাবাহিকতাই দেখা যাচ্ছে।
চীনের উহান থেকে গত ডিসেম্বরের মাঝামাঝি প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এরপর গত প্রায় চার মাসে করোনা ছড়িয়েছে পৃথিবীর ২১০টি দেশ এবং অঞ্চলে। মৃত্যুর মিছিলে যোগ দিয়েছে ২ লাখ মানুষ।
এরই মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে ইউরোপ।
এশিয়ায় চীনের পর সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত হয়েছে ইরান। সাম্প্রতিক সময়ে করোনার বিরুদ্ধে লড়াই করে ক্লান্ত তুরস্ক। তারাও ইউরোপ, ইরান, চীনের মত করোনায় বিধ্বস্ত। জাপান, সিঙ্গাপুর এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও আক্রান্ত করোনাভাইরাসে।
করোনাভাইরাস বিশেষ করে মার্চের মাঝামাঝি সময় থেকেই বিধ্বংসী রূপ ধারণ করে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। মৃত্যুর হার তখন থেকেই বাড়তে শুরু করে।
মৃত্যুর এই পরিসংখ্যানই জানান দিচ্ছে করোনাভাইরাসের পরিস্থিতি দিনের পর দিন কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। এখন প্রতিদিনই কমপক্ষে ৫ হাজার মানুষে মৃত্যু হচ্ছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ২১০টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।