সিনিয়র স্টাফ রিপাের্টার : গত ২৪ ঘন্টায় নতুন ৫ করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ জন। বৃহস্পতিবার (২৬শে মার্চ) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা বলেন।
তিনি আইইডিসিআর এর ব্রিফিংয়ে জানান, আইইডিসিআরে হটলাইনে কলের সংখ্যা গত ২৪ ঘন্টায় ৩৩২১ টি। এছাড়া গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করে ১২৬ জনের পরীক্ষা করা হয়েছে। সর্বমোট পরীক্ষার সংখ্যা ৯২০। এই ১২৬ জনের নমূনা পরীক্ষা করে ৫ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। সর্বমোট রোগীর সংখ্যা ৪৪ জন।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় কোভিড ১৯ এর সংক্রমণ নেই। সবমিলিয়ে ১১ জন সুস্থ হয়ে গেছে। বাকিরা সবাই হাসপাতালে অথবা বাড়িতে আছেন। তাদের সবারই অসুস্থতার লেভেল মৃদু। যে ৫ জন আমরা রোগী পেয়েছি তার মধ্যে ১ জন বিদেশ থেকে এসেছেন। ৩ জনের আগেই চিন্থিত রোগীর সংস্পর্শে আসার ইতিহাস রয়েছে। একজনের ক্ষেত্রে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। এখন পর্যন্ত কার মাধ্যমে কার কাছ থেক তার মধ্যে এই সংক্রমণ হয়েছে। সেই তথ্যটি এখনো আসেনি। আমরা এটার বিস্তারিত অনুসন্ধান করছি।
তিনি বলেন, নতুন ৫ জন রোগী সবাই পুরুষ। তাদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে ২, ৪১-৫০ বছরের মধ্যে ২ জন এবং একজন ষাটোর্ধ্ব। এদের মৃদু লক্ষণ উপসর্গ রয়েছে। তবে এদের মধ্যে একজনের কোমর্বিডিটি রয়েছে। তাছাড়া বাকি সবাই আগে যারা চিন্থিত হয়েছিলেন সংক্রমণ আছে বলে তাদের সবার শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এখন থেকে নমুনা হাসপাতাল সংগ্রহ করে পাঠাবে। যাতে করে আমরা সাধারণ জনগণকে যে সার্ভিস দেই সেটা চালূ থাকবে। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি যত শিঘ্রভাবে আপনাদেরকে সেবা পৌঁছে দেয়া যায়।
তিনি বলেন, জ্বর, হাঁচি, কাশি হলেই দুশ্চিন্তাগ্রস্থ হবেননা। আপনার দুশ্চিন্তা দূর করার জন্য আইইডিসিআর এর স্বাস্থ্য বাতায়নের যে নাম্বারটি রয়েছে ১৬২৬৩। সেটিতে কল করতে পারবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্যানুযায়ী, সারা পৃথিবীতে ৪ লাখ ১৪ হাজার ১শ ৭৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যুবরণ করেছে ১৮ হাজার ৪শ ৪০ জন। গত ২৪ ঘন্টায় বিশ্বে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৪০ হাজার ৭১২ জন। এদের মধ্যে মারা গেছেন ২ হাজার ২শ ২ জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৩৫৪ জন। এরমধ্যে মারা গেছে ৭ জন। এ অঞ্চলে এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে ২,৩৪৪ জন। এদের মধ্যে মোট মৃত্যু সংখ্যা ৭২ জন।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা