শেখ মোঃ শিমুল, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সর্দি কাশি ও জ্বর নিয়ে সোহরাব হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথিমধ্যে মারা যায় শিশু সোহরাব। সোমবার ভোরে বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
শিশু সোহরাব ওই এলাকার শহীদুল ইসলামের পুত্র ।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাসলিমা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দিবাগত গভীর রাত সাড়ে ৩ টার দিকে সর্দি কাশি ও জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় শিশু সোহরাব। তার শারিরিক অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাকে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরন করা হয়।
তিনি আরো জানান, শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় এসময় শিশুটির ঘার শক্ত হয়ে গিয়ে ছিলো। তবে এটি করোনার কোন লক্ষ্মণ বলে আমাদের মনে হয় না।
তবে এব্যপারে বিকালে সিভিল সার্জন অফিসে প্রেসব্রিফংয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
এ ব্যপারে জেলা সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ জানান, শিশুটিকে হাসপাতালে গুরুতর অবস্থায় নিয়ে আসা হয়। এসময় শিশুটির ঘার শক্ত হয়ে গিয়ে ছিলো যা কিনা মেকরিজিবিটি বা মেরিনজাইটিস রোগের লক্ষণ। রোগীর লক্ষণের বিষয়ে আমরা ঢাকার অাইইডিসিআর এর সাথে যোগাযোগ করেছি তারা লক্ষণ করোনার না বলে জানিয়েছে।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, মৃতদেহ দাফন করে ফেলেছে পরিবার তাই নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে ওই পরিবারের সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং কারো মধ্যে কোন লক্ষণ দেখাদিলে আমাদের জানাতে।
প্রতিবেশীরা জানান, শিশু সোহরাবের বাড়ির পাশে বেশ কয়েকজন বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এরমধ্যে ওই শিশুর মৃত্যুতে এলাকায় আতংক দেখা দিয়েছে।
আরোও পড়তে পারেন : ড. ইউনূসের মালয়েশিয়া সফর : প্রতিরক্ষাখাতে চুক্তিসহ হতে পারে ৩ সমঝোতা