মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় বোমা বিস্ফোরণে ৩ কিশোর আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টায় দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি এলাকার মহ্সিন প্রধানের বাড়িতে এই ঘটনাটি ঘটে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো: ইকবাল হোসেন বিসয়টি নিশ্চিত করে জানান, উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি এলাকার মহ্সিন প্রধানের বাড়িতে তার ছেলে হাসিবুল এর সাখে তার সহপাঠি পাশের বাড়ির রাবি ও হাসানকে নিয়ে টিভি দেখছিলো। টিভি দেখার এক ফাঁকে ঘরের ভিতরেই থাকা মাচা থেকে বালিশ নামাতে গিয়ে বালিশের নিচে থাকা বোমা পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে। এত তিন জনই আহত হয়। পরে তাদেরকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি আরো জানান, ঢাকা থেকে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরেছেন । এ ঘটনায় থানায় বিষ্ফোরক মামলা দায়ের হয়েছে। কিছুটা সুস্থ থাকায় হাসিবুল ও রাব্বিকে কাস্টরিতে পাঠানো হয়েছে। তবে কোথাথেকে এ বোমা কে আনলো তা জানতে পারেননি বলে জানান তিনি।