মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দলীয় প্রধানের মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতা-কর্মীরা।
শুক্রবার নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দলীয় প্রধানের মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আমরণ অনশনে ঢাবি শিক্ষার্থীরা
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কড়া সমালোচনা করেন বিএনপি নেতা রিজভী। তিনি বলেন, সিইসি একাদশ জাতীয় সংসদ নির্বাচন রাতের আঁধারে করার পর এবার ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) দিয়ে ভোট লুটের নতুন আরেকটি বায়োস্কোপ দেখাবেন বলে মনে করছে জনগণ।
মিছিলে অংশগ্রহণ করেন-তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, তাঁতী দলের সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, তাঁতী দলের যুগ্ম আহবায়ক গোলাপ মঞ্জুর, জে এম আনিসুর রহমান, হাজি ফিরোজ কিবরিয়া, রেজাউল করিম রানা, মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক পাটোয়ারীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
Like & Share our Facebook Page: Facebook