শ্রীলংকার হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ৩৫ জন প্রার্থী এবং সর্ববৃহৎ ব্যালটে প্রেসিডেন্ট নির্বাচিত করতে শনিবার ভোট দিয়েছেন ভোটাররা।
প্রার্থী তালিকা দীর্ঘ হলেও অধিকাংশ ভোটারের দৃষ্টি মূলত ক্ষমতাসীন ইউএনপির সাজিথ প্রেমাদাসা এবং বিরোধী দলীয় প্রার্থী গোটাবায়া রাজাপাকশের দিকে।
ভোটে জিততে হলে একজন প্রার্থীকে ন্যূনতম ৫০ শতাংশ ভোট পেতে হবে। ২০১৫ সালের মতো এবারের নির্বাচনেও সংখ্যালঘু তামিলদের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে তাদের প্রতিনিধিত্বকারী তামিল জোটের অবস্থান নিয়ে তাদের কন্ঠে হতাশার সুর শোনা গেছে।
নিরাপত্তার কড়াকড়ির মধ্যেও শনিবার সকালের দিকে দেশটির উত্তর-পশ্চিমের অনুরাধা অঞ্চলে সংখ্যালঘু মুসলিম ভোটারদের বহনকারী ১০০টি বাসের বহরে বন্দুকধারীরা হামলা চালায়।
ভোটাররা এসব বাসযোগে পুত্তলাম থেকে মান্নারে যাচ্ছিলেন। তবে এই হামলায় বেশ কয়েকটি বাস ক্ষতিগ্রস্থ হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্প্রতি ইস্টার সানডে হামলার পর ব্যাপক সমালোচনার মুখে প্রেসিডেন্ট নির্বাচন দেয়ার সিদ্ধান্ত নেন বর্তমান প্রেসিডেন্ট সিরিসেনা। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তার ভাই এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ছেন।
তবে ২০০৯ সালে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে থাকা সংখ্যালঘু তামিল ও উগ্রপন্থী বৌদ্ধদের মধ্যকার রক্তক্ষয়ী গৃহযুদ্ধ অবসানে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখা গোটাবায়ে রয়েছেন ভোটারদের পছন্দের তালিকার শীর্ষে।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট রানাসিংহ প্রেমাদাসার পুত্র উদারপন্থী ইউনাইটেড ন্যাশনাল পার্টির ৫২ বছর বয়সী সাজিথ প্রেমদাসা।
তিনি সুরক্ষা ও উন্নয়নের পাশাপাশি দরিদ্র মহিলাদের বিনামূল্যে স্যানিটারি প্যাড সরবরাহে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। সংখ্যালঘু তামিল ও মুসলিম সম্প্রদায়ের কাছেও তিনি বেশ জনপ্রিয়।
পাঁচ বছর পরে সাবেক প্রভাবশালী নেতা মাহিন্দা রাজাপাকসের পরিবার দেশটির ক্ষমতায় ফিরে আসার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে।
নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, ভোট গ্রহণের জন্য শ্রীলংকার স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় ভোট কেন্দ্রগুলো খুলে দেয়া হয় এবং ১০ ঘণ্টা ধরে ভোট গ্রহণ অব্যাহত থাকে।
ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ৮৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এনডিটিভি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা