টেকনাফ স্থলবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে একটি বানিজ্যিক জাহাজ থেকে বস্তায় করে মাদক পাচার করার সময় দুই জন পাচারকারী পাইপুতুন (৩৭) ও মোঃ কামাল হোসেন (৩০) কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) গোপন সংবাদের উপর ভিত্তি করে বানিজ্যিক জাহাজে বিশেষ অভিযান পরিচালনা করে পাচারকারীদের আটক করা হয়। পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করলেও কোস্ট গার্ড বাহিনীর তৎপরতার জন্য তারা ব্যর্থ হয়। এসময় তাদের কাছ থেকে ৪৫ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি, ৮৬৪ ক্যান আন্দামান গোল্ড বিয়ার ও একটি মোবাইল ফোনসহ পাচার কার্যে ব্যবহৃত বানিজ্যিক জাহাজটি জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়ের মধ্যে পাইপুতুন (৩৭) মায়ানমারের নাগরিক এবং মোঃ কামাল হোসেন (৩০) টেকনাফ থানাধীন কেরুনতলী গ্রামের ইসলামের পুত্র।
আটক মাদক কারবারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং জিজ্ঞাসাবাদে জানা যায়, বিয়ার ও হুইস্কি বাংলাদেশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। পাচার কার্যে ব্যবহৃত বানিজ্যিক জাহাজ, আটককৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
অপরদিকে, বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক ০৩৪৫ ঘটিকায় হাতিয়া থানাধীন চর কিং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর বুদওয়ালা এলাকায় অভিযান পরিচালনা করে ১৬১ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী সাইফুল (৩২) কে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও ইয়াবা ব্যবসায়ীকে হাতিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা