সিনিয়র স্টাফ রিপোর্টার : কোটি কোটি পরিবহন শ্রমিককে খাবার দেবার অনুরোধ জানিয়েছে সেভ দ্য রোড নামের একটি সংগঠন। বুধবার (৮ এপ্রিল) সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী ও মহাসচিব শান্তা ফারজানা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
তারা বলেন, পরিবহন সেক্টরের সাথে সম্পৃক্ত প্রায় এক কোটি শ্রমিককে খাবার দিন, তাদের বাড়ি ভাড়া সহ আনুসাঙ্গিক খরচের জন্য বিশেষ বরাদ্দর মধ্য দিয়ে অর্থ দিন। তা না হলে পরিবহন সেক্টরে বড় ধরণের বিপর্যয় আসবে, যা অর্থনীতির উপরও চরম আঘাত করবে বলে আমরা আশঙ্কা করছি। আর তা করোনা পরিস্থিতির পরে সাধারণ মানুষের বিপদ আরো দীর্ঘ করবে, তা আমরা চাই না।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে পরিবহন সেক্টরের সাথে সম্পৃক্ত আকাশ-সড়ক- রেল ও নৌপথের শ্রমিক-কর্মচারিদেরকে নিয়ে এখনই ভাবার ও সিদ্ধান্ত নেবার আহবান জানান।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা