অনলাইন ডেস্ক
একদিন আগেই শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা ইঙ্গিত দিয়েছিলেন, পাকিস্তান ক্রিকেট দলের পরবর্তী প্রধান কোচ হিসাবে একজন বিদেশিকে নিয়োগ করা হবে। রামিজ রাজার দাবি, ‘আমি সাকলায়েন, বাবর আজম এবং রিজওয়ানের সাথে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের ভবিষ্যত নিয়ে আলোচনা করেছি এবং সবাই বিদেশি কোচ নিয়োগ করার বিষয়েই আগ্রহ দেখিয়েছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কোনো প্রধান কোচ ছিলো না পাকিস্তানের। সাকলায়েন মোস্তাকই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলান।
রামিজ রাজা তাই জানিয়েছেন, দল নিজের পায়ে দাঁড়াতে কতটা তৈরি সেটার বোঝার জন্যেই তারা ইচ্ছে করে কোনো কোচ নিয়োগ করেননি। তবে আগামী দিনে যে তাদের একজন বিদেশি কোচ দরকার, সেটা স্বীকার করে নিয়েছেন। সাকলায়েন মোস্তাকের পদত্যাগ নতুন কোচ নিয়োগেরই একটি প্রক্রিয়া।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা