অনলাইন ডেস্ক
মরিসিও পচেত্তিনোর বদলি হিসেবে ২০২২ সালে পিএসজিতে যোগ দেন গালতিয়ের। ফরাসি ক্লাবটির সাথে দুই বছরের চুক্তি হয়। তবে চুক্তি শেষ হওয়ার এক বছর আগেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল পিএসজি। ২০১১ সাল থেকে এ নিয়ে সপ্তম কোচ বরখাস্ত হলো পিএসজির।
এবারের মৌসুমে লিগ ওয়ানের চ্যাম্পিয়ন হয় পিএসজি। তবে পয়েন্ট ব্যবধান ছিল মাত্র ১। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগে গালতিয়েরের অধীনে ব্যর্থ ছিল মেসি-এমবাপ্পেরা। বিদায় নিতে হয় দ্বিতীয় রাউন্ড থেকেই।
ফরাসি কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, কয়েকজন খেলোয়াড়ের সাথেও বনিবনা হচ্ছিল না গালতিয়েরের। যার জেরে চাকরিই হারাতে হলো তাকে। তবে চুক্তি শেষ হওয়ার আগে চাকরি গেলেও পিএসজি তার পুরো টাকাই পরিশোধ করবে বলে জানিয়েছে।
এদিকে, ইতোমধ্যেই নতুন কোচের সন্ধানে নেমেছে পিএসজি। ফরাসি সংবাদমাধ্যম ফুট মার্কাতো বলছে, পিএসজি কর্তৃপক্ষের সঙ্গে বায়ার্ন মিউনিখ থেকে বরখাস্ত হওয়া কোচ নাগালসম্যানের আলোচনা চলছে। এছাড়া আরও কয়েকজন আছেন পিএসজির রাডারে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা