দক্ষিণ কেরাণীগঞ্জের হিজলতলী এলাকায় অবস্থিত ‘প্রাইম পেট এন্ড প্লাষ্টিক’ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ১ জনের মৃত্যু ও ৩৫ জনের অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় দায়ীদের শাস্তির দাবি করেছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল এক বিবৃতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ বলেন, প্রাইম পেট এন্ড প্লাষ্টিক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ঘটনা প্রমান করে কারখানার নিরাপত্তা ব্যবস্থা কত দুর্বল? গত বছর একই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল বলে জানা যায় তখন থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করলে আজকের এই অগ্নিকান্ড ঘটতো না। ত্রুটিপূর্ণ কারখানায় উৎপাদন কার্যক্রম চলানোর কারণে এই শ্রমিক হত্যাকান্ডের জন্য কারখানার মালিক-কর্তৃপক্ষ আর কারখানা পরিদর্শনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই দায়ি বলে নেতৃবৃন্দ উল্ল্যেখ করেন। নেতৃবৃন্দ এই অগ্নিকান্ডের জন্য দায়ীদের শাস্তি, কর্মক্ষেত্রে নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপুরণ, আহতদের চিকিৎসা ক্ষতিপুরণ ও পুনর্বাসনের দাবি জানান।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা