কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত ৩২ জন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহতদের অবস্থা সংকটাপন্ন।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লাগে।
আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেবার আশ্বাস দিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. আবুল কালাম। তিনি বলেন, রোগীদের খোঁজ নিতে এসেছি। অধিকাংশ রোগীরই শ্বাসনালি পুড়ে গেছে। প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে তারা হলেন – বশির, আবু সাইদ, সাখাওয়াত, ফয়সাল, বাবুল, জাহাঙ্গীর, খালেদ, রায়হান, সালাউদ্দিন, আলম, সুজন, সুজন, সোহাগ, ইমরান, মফিজুল, ম্যানেজার জাকির, সাজিদ আহমেদ, আসাস ও সিরাজ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা