কুমিল্লা প্রতিনিধি
বুধবার (২৯ এপ্রিল) কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার রাজা চাপিতলা গ্রামের ঈদগাসংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গণমাধ্যমকে দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।
পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায় জানান, মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ূন কবীর খোকন মারা যান।
তিনি জানান, অসুস্থ থাকায় খোকন গত কয়েকদিন বাসায় অবস্থান করছিলেন। এসময় তিনি একবার স্ট্রোক করেন। মঙ্গলবার তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে রিজেন্ট হসপিটালে নেয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ২০ মিনিটে দিকে খোকন মারা যান।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদ বলেন, “রাত সোয়া ৯টার দিকে খোকন ভাইকে নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময়ই উনার অবস্থা আশঙ্কাজনক ছিল। আমাদের ডাক্তাররা চেষ্টা করার মধ্যেই সোয়া ১০টার দিকে তিনি মারা যান।”
খোকন কী সমস্যায় ভুগছিলেন- জানতে চাইলে শাহেদ বলেন, “সাসপেক্টেড করোনাভাইরাসে আক্রান্ত। তবে আমরা রোগ আইডেন্টিফাই করার আগেই তিনি মারা গেছেন। যেই অ্যাম্বুলেন্স নিয়ে উনারা এসেছিলেন, সেই অ্যাম্বুলেন্সে করেই নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।”
সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবিব রহমান বলেন, গত ১৫ দিন ধরে বাসা থেকেই অফিস করছিলেন খোকন। আজকে সকালে শ্বাসকষ্ট ও মাথাব্যথা বৃদ্ধি পায়। এরপর শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাম্বুলেন্সের মাধ্যমে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।”
বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর খোকন সময়ের আলোর আগে আমাদের সময়, মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা