অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জ শহরের বুক চিড়ে প্রবাহিত এক সময়ের প্রমত্তা নরসুন্দা নদী এখন নগরবাসীর জন্য অভিশাপ। উজানে বাঁধ দিয়ে নদীর গতিপথ বন্ধ করে দেয়ায় অনেক আগেই যৌবন হারিয়েছে নরসুন্দা। এর পর দুই তীরে অবৈধ দখল আর দুষণে নদীর অস্তিত্ব হারাতে বসেছে।
নদীতে ফেলা হচ্ছে হাট-বাজার ও হোটেল-রেস্তোরার ময়লা-অবর্জনা। ফলে নরসুন্দা পরিণত হয়েছে কচুরিপানা আর ময়লার ভাগারে। কিছু অংশে পানি থাকলেও বেশিরভাগ অংশ সরু খালে রুপ নিয়েছে। তীর দখল করে গড়ে উঠছে বিভিন্ন দোকানপাট।
নদীর নাব্যতা ফেরাতে সমীক্ষার কাজ চলছে। সমীক্ষা শেষ হলে নদী খননে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন।
আর জেলা প্রশাসক ফৌজিয়া খান জানিয়েছেন, নরসুন্দা নদীর পূর্বের সৌন্দর্য ফিরিয়ে আনতে ময়লা আবর্জনা পরিস্কারসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেয়া হবে।
শিগগিরই নরসুন্দা নদীর আবর্জনা ও কচুরিপানা পরিষ্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা