কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ কর্তৃপক্ষ। শনিবার ( ২ নভেম্বর) এক মানববন্ধনে স্কুলেল শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে।
নিজেদের সহপাঠীর মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। পাশাপাশি অনুষ্ঠানে সিসি ক্যামেরায় ধারণ করা চিত্র ৭২ ঘণ্টার মধ্যে স্কুল কর্তৃপক্ষকে দিতে হবে।
শুক্রবার বিকালে কলেজ ক্যাম্পাসে দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হন নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার (১৫)।
কলেজটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ বলেন, নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কলেজের দিবা শাখার ছাত্র আবরারের বাড়ি নোয়াখালী। ঢাকার আগারগাঁওয়ে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান মোহাম্মদপুর থানার ওসি জিজি বিশ্বাস।
আয়োজকদের বিরুদ্ধে আবরারের মৃত্যুর সংবাদ গোপন করে অনুষ্ঠান চালিয়ে যাবার অভিযোগ উঠেছে। পাশাপাশি, স্কুলের কাছেই মেডিকেল কলেজ থাকার পরে সেখানে না নিয়ে দূরে চিকিৎসার জন্য নিয়ে যাবার অভিযোগ উঠেছে।
বাংলাদেশের বহুল পঠিত দৈনিক প্রথম আলো’র কিশোর আলো শিশুদের জন্য প্রকাশিত হয়। আশ্চর্য্যজনকভাবে শুক্রবার আবরার তাদের অনুষ্ঠানে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যুবরণ করে। শনিবার পত্রিকাটি তার ৫ নম্বর পৃষ্ঠায় লিখেছে ’গভীর শোকে ঢেকে গেল সারাদিনের আয়োজন।’ ‘নাইমুলের মর্মান্তিক মৃত্যু, গভীর শোক।’ – এখানে তারা নাইমুল আবরারের একটি পাসপোর্ট সাইজ ছবি ব্যবহার করেছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা