অনলাইন ডেস্ক
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সারাদেশে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। ইতিমধ্যেই অধিকাংশ প্রতিমার মূল কাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। এখন রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলার কাজে মহাব্যস্ত তারা।
টাঙ্গাইলে এবার ১ হাজার ২৬২টি মন্ডপে দুর্গা পূজার আয়োজন করা হচ্ছে। চলছে ব্যাপক প্রস্তুতি। শিল্পীরা জানিয়েছেন, বিভিন্ন মন্দিরে ও নিজ বাড়িতে তৈরী করছেন প্রতিমা।
সুষ্ঠুভাবেই দুর্গাপূজা সম্পন্ন করা যাবে বলে আশা প্রকাশ করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আনন্দ মোহন দে।
পূজা মন্ডপে বিশৃঙ্খলা এড়াতে সিসি ক্যামেরা স্থাপনসহ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হবে বলে জানালেন পুলিশ সুপার।
এদিকে, গাইবান্ধার সাতটি উপজেলায় ৬শ’ ১৭টি মন্ডপে এবারে দুর্গাপূজার আয়োজন রয়েছে, চলছে প্রতিমা তৈরির কাজ। কে কত ভালো প্রতিমা তৈরি করে ভক্তদের হৃদয় ছুঁতে পারেন তারই প্রতিযোগিতা চলছে।
আসন্ন এই উৎসবের আয়োজনে জেলায় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানালেন আয়োজকরা।
নরসিংদীতে এবছর মোট ৩৬১টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ৩ মাস ধরে জেলার শিল্পীরা দিন-রাত প্রতিমা তৈরির কাজ করছেন। তবে প্রতিমা তৈরীর উপকরণের মূল্য বৃদ্ধির ফলে এবার লাভের পরিমান কম হবে বলে জানালেন প্রতিমা শিল্পীরা।
উৎসব নির্বিঘেœ উদযাপনের ব্যবস্থা করছে জেলা পূজা উদ্যাপন পরিষদ।
পাবনায় শিল্পীদের নিপুন হাতে তৈরি হচ্ছে দশভূজা দেবীর প্রতিমা। কারিগরদের পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা