অনলাইন ডেস্ক
চট্টগ্রামে আগামীকাল (বুধবার) থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট ক্রিকেট। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টেস্ট ম্যাচে ভালো কিছু করতে চায় টাইগাইরা।
ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কখনো জয়ের দেখা পায়নি। তবে সেই আক্ষেপ ঘোচাতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে গত দু’দিন চট্টগ্রামের মূল মাঠে কঠোর অনুশীলন করেছে মুশফিক-রিয়াদরা।
অন্যদিকে, ইনজুরি আক্রান্ত ভারতীয় দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারবেন না রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামী। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন সৌরভ কুমার ও নবদীপ সাইনি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে।
আরোও পড়তে পারেন : ৫ রানে ৭ উইকেট হারিয়ে ৭৭ রানে হারল বাংলাদেশ