অনলাইন ডেস্ক
রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে সড়ক অবরোধ করেন তারা।
গতকাল (শনিবার) মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) ঘোষণা দেয়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে রোববার পরিবারসহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। একই সঙ্গে সংগঠনটি অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইলের দোকান বন্ধ রাখার ঘোষণা দেয়।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে সড়কে অবস্থানকারীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
পরে অন্য একটি অংশ দুপুর ১২টার দিকে আবার সড়কে এসে বসে পড়েন। এ সময় পুলিশ প্রথম জলকামান ব্যবহার করে। পরে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। এ সময় কয়েকজনকে আটকও করে পুলিশ।
তেজগাঁও থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়, মোবাইল ফোন ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। কয়েকজনকে আটক করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া একজন বলেন, ‘আমরা এনইআইআরের পক্ষে। তবে এই ব্যবস্থায় কিছু সংস্কার দরকার। আমরা অনেকবার আমাদের দাবি কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তারা শুনছে না। মানছে না। তাই আজ সড়কে অবস্থান কর্মসূচি শুরু করি। কেন আমাদের লাঠিপেটা করল পুলিশ?
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা