করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে ৩০ হাজার ৮৮০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন এক লাখ ৪২ হাজার আটশ ৭৯ জন।
জানা গেছে, বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৬৩ হাজার সাতশ ৪০ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় আছেন চার লাখ ৯০ হাজার ছয়শ ৭৮ জন। তার মধ্যে ২৫ হাজার দু’শ সাতজনের অবস্থা গুরুতর।
সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সে দেশে এক লাখ ২৩ হাজার সাতশ ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তার মধ্যে মারা গেছেন দুই হাজার দু’শ ২৭ জন; সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার দু’শ ৩১ জন। বর্তমানে দেশটিতে দুই হাজার ছয়শ ৬৬ জনের অবস্থা গুরুতর।
এদিকে ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৩ জনে। এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯২ হাজার চারশ ৭২ জন। তার মধ্যে ১২ হাজার তিনশ ৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরো তিন হাজার আটশ ৫৬ জন সঙ্কটাপন্ন অবস্থায় আছেন।
অন্যদিকে চীনে নতুন পাঁচজনের মৃত্যুর ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার তিনশ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগী ৪৮ জন। সরকারি হিসাবে মোট মৃত্যু হয়েছে ৫ জনের। তবে শনিবার পর্যন্ত নতুন করে কেউ আক্রান্ত হয়নি।
প্রসঙ্গত ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেইপ্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এ ভাইরাসের প্রকোপ বাড়ছে।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা