অনলাইন ডেস্ক
করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৮ জন নারী। এ নিয়ে দেশে এই ভাইরাসে মোট প্রাণ হারালেন ৬ হাজার ৯২ জন।
একই সময়ে সারাদেশে ১৪ হাজার ৫টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করে আরও ১ হাজার ৬৮৩ জনের করোনা সনাক্ত হয়েছে।
এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে সনাক্ত হলেন মোট ৪ লাখ ২১ হাজার ৯২১ জন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৭৬৮ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী সনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আরোও পড়তে পারেন : স্টেশনে নেই যাত্রীর ভিড়, সব ট্রেন ঢাকা ছেড়েছে নির্ধারিত সময়ে