অনলাইন ডেস্ক
করোনা ভাইরাসের মহামারিতে প্রতিদিনই মধ্যপ্রাচ্যে শতশত মানুষ প্রাণ হারিয়েছে। ইরানে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এনিয়ে পর পর দুইদিন শতাধিক মানুষের মৃত্যুর খবর জানালো বিবিসি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, রবিবার দেশটিতে করোনায় মারা গেছেন ১১৩ জন। সব মিলিয়ে করোনায় দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৫০ জনে। আর গত একদিনে ২ হাজার ৪৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ইরান সরকারের মুখপাত্র আলী রাবেই বলেছেন, দ্বিতীয় দফায় সংক্রমণের খুব একটা আশঙ্কা নেই। তবে ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা ফের কঠোর সিদ্ধান্ত নেবে।
আরোও পড়তে পারেন : রাতে উদ্ধার অভিযান সমাপ্ত ফায়ার সার্ভিসের, কাজ করছে বিমান বাহিনী