অনলাইন ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে শতাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ইতালির একটি হেলথ অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, গত ফেব্রুয়ারিতে দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে সেখানে এখন পর্যন্ত শতাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুও ইতালিতে। দেশটিতে মোট প্রাণহানি ১৮ হাজার ৮৪৯ জন, আক্রান্ত ১ লাখ ৪৭ হাজার ৫৭৭।
অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ৩০ হাজার ৪৫৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৬১০ জন।
এমন পরিস্থিতিতে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে সতর্ক করে বলেছেন, মহামারীতে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঠিকভাবে সহায়তা করতে না পারলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভেঙে যেতে পারে।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, করোনায় সৃষ্ট সমস্যাগুলোকে অবমূল্যায়ন করা মোটেও উচিত হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা