অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার ছিল। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩১৯ জন, ৬৫ দশমিক ৬০ শতাংশ এবং নারী ৮ হাজার ৫৫৯ জন, ৩৪ দশমিক ৪০ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছর বয়সী ১ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৩৯ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩৩ জন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৪ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন রয়েছে। এদের মধ্যে ১২৯ জন সরকারি, ২৬ জন বেসরকারি হাসপাতালে এবং ৪ জন বাসায় মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় ৩৭ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৫৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৪১ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষায় ৭ হাজার ২৪৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৪২৯ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৪২ হাজার ১১১ জনের। গতকালের চেয়ে আজ ৪ হাজার ৬৮২ টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ২২৬ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৪১ হাজার ১৪ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ৭৮৮ টি নমুনা কম পরীক্ষা হয়েছে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা