অনলাইন ডেস্ক
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানায়, ‘আমরা গুরুত্ব সহকারে প্রতিনিয়ত করোনার এই ধরনের ওপর নজর রেখেছি এবং যেসব দেশে এর প্রার্দুভাব দেখা যাচ্ছে তা নিয়ে প্রতিবেদন তৈরি করছি।’ তবে, পরবর্তীকালে ডেলটা ভ্যারিয়েন্টের প্রভাব কী হতে পারে তা নিয়ে আরো গবেষণা চলছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি, ডেলটা ভ্যারিয়েন্টকে নতুন সংকর ধরন বলে মনে করছে ভিয়েতনামের স্বাস্থ্য সংস্থা।
গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার পুরো ভারতীয় ধরনকেই উদ্বেগজনক হিসেবে ঘোষণা করে। কিন্তু গতকাল মঙ্গলবার তারাও শুধু একটি ধরনকেই উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করে। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সাপ্তাহিক মহামারি আপডেটে জানায়, জনস্বাস্থ্যের বৃহত্তর ঝুঁকির সঙ্গে বর্তমানে ‘বি.১. ৬১৭.২’ ধরনটির সংশ্লিষ্টতা রয়েছে। অন্য ধরনগুলোর সংক্রমণের হার কম লক্ষ করা যাচ্ছে। এমনকি, ‘বি.১. ৬১৭.২’ ধরন এবং এর রূপান্তরিত আরো তিনটি ধরনকে করোনার আসল ধরনের চেয়ে বেশি ভয়ংকর বলে মনে করা হচ্ছে। কারণ এই ধরনগুলো আরো বেশি সংক্রমণযোগ্য, মারাত্মক এবং টিকা থেকে বেঁচে যাওয়ার মতো ক্ষমতা রয়েছে।
উল্লেখ্য, ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার বিশেষ ধরন এত দিন করোনার ভারতীয় ধরন নামে পরিচিত ছিল। গত সোমবার ডব্লিউএইচওর পক্ষ থেকে করোনার এই ধরনের নতুন নাম ‘ডেলটা ভ্যারিয়েন্ট’ দেওয়া হয়।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা