অনলাইন ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুহার অনুযায়ী সারাদেশকে রেড, গ্রিন ও ইয়োলো জোনে ভাগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
সোমবার (১ জুন) সচিবালয়ে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে করনীয় সংক্রান্ত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জাহিদ মালেক বলেন, ‘এখনো জোন করা হয়নি। যখন করা হবে তখন জানতে পারবেন। ঢাকা, নারায়াণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে। যদি কোনো জোন রেড হয়ে থাকে সেগুলোকে রেড করা হবে।’
বাংলাদেশের অধিকাংশ জেলা ও উপজেলা এখনো ভালো আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সেটা ভালো রাখতে চাই। আজ এ সভা সেটা রাখতেই করা হয়েছে। গত পরশুদিন প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বিশেষজ্ঞ টিম নিয়ে দেখা করেছি। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলাপ হয়েছে। প্রধানমন্ত্রীর দেয়া পরামর্শ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।’
এখন একটা পরিকল্পনা তৈরি করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সেটা নিয়ে নীতিগতভাবে এখানে আলোচনা হয়ে গেছে। আমরা এখন সুনিদিষ্ট পরিকল্পনা দিয়ে দেব। তখন মেয়র, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয়- সবাই মিলে বাস্তবায়ন করার চেষ্টা করব।’
এলাকাভিত্তিক লকডাউনের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘জোনের মাধ্যমেই সব করা হবে। যেখানে বেশি সংক্রমিত হবে সেখানে কয়েকদিনের জন্য বন্ধ রাখা হবে। তবে বিশেষজ্ঞরা যেভাবে পরামর্শ দেবে, সেভাবেই আমরা কাজ করব।’
ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জকে রেড জোনে ফেলা হবে কিনা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ কাজ বিশেষজ্ঞরা করবে। তবে আমরা মনে করি রেড জোন হওয়া উচিত। কারণ, এখানে অনেক সংক্রামিত।’