করোনাভাইরাস পরীক্ষার পর ২৩ বাংলাদেশী শনিবার (১৪ মার্চ) নয়া দিল্লী থেকে দেশে ফিরবেন। করোনাভাইরাস উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশ থেকে উদ্ধার করে তাদের ভারতের দিল্লীতে আনা হয়।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশনেরসংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান তাদের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) বিদায় জানাবেন বলে আশা করা হচ্ছে।
তারা ক্যাম্পে অবস্থানকালে বাংলাদেশ মিশন তাদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিতে ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। বাংলাদেশ হাইকমিশন তাদের দিল্লী-ঢাকা বিমান ভ্রমণ ব্যয় বহন করবে।
বাংলাদেশীদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী । বাংলাদেশ সরকারের অনুরোধে ২৭ ফেব্রুয়ারি একটি বিশেষ ভারতীয় বিমানে তাদের নয়া দিল্লী নিয়ে আসা হয়। তাদের তাৎক্ষণিকভাবে নয়া দিল্লীর আইটিবিপি চাওলা ক্যাম্পে পৃথক করে রাখা হয়। দুটি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তারা নিরাপদে বাড়ি ফিরতে পারছেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা