অনলাইন ডেস্ক
সর্বশেষ গত ৩ ডিসেম্বর মালদ্বীভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২০০ জন বাংলাদেশি মালদ্বীপ থেকে ফিরে আসেন।
মালদ্বীভিয়ান এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী, তিন ডজনের বেশি ফ্লাইটে মালদ্বীপ থেকে ৬ হাজারের বেশি বাংলাদেশি দেশে ফিরেছেন। এছাড়া, বাংলাদেশ বিমান এবং বাংলাদেশ এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটেও ফেরত এসেছেন কিছু বাংলাদেশি।
করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে মালদ্বীপে থাকা বাংলাদেশের প্রায় ৫০ হাজার শ্রমিক চরম দুর্ভোগে পড়েন। লকডাউনের কারণে অফিস-আদালত, শিল্পকারখানা, হোটেল-রেস্টুরেন্ট বন্ধ থাকায় প্রবাসী শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েন। বিশেষ করে, যাদের বৈধ কাগজপত্র নেই, তারা বেশি বিপাকে পড়েন। যাদের কাগজপত্র আছে তারাও অনেক কষ্টে আছেন মালদ্বীপে। অনেক প্রবাসী বাংলাদেশি দেশ থেকে টাকা আনছেন। অনেক শ্রমিক মাসের পর কাজ করেও বেতন পাচ্ছেন না। আবার অনেকের বেতন আগের চেয়ে কমেছে। মালদ্বীপে ৮০ ভাগ প্রবাসী বাংলাদেশি বেতন পাচ্ছেন না।
এদিকে, দেশটির সংবাদমাধ্যম রাজে এক প্রতিবেদনে জানিয়েছে, করোনার প্রার্দুভাবের পর থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের ১৫ হাজার শ্রমিক নিজ নিজ দেশে ফিরে গেছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা