অনলাইন ডেস্ক
আজ সোমবার বিকালে ঢাকা থেকে এক ভিডিও বার্তায় তাঁর নির্বাচনী এলাকা কাজিপুর পৌরসভা প্রাঙ্গণে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
ভিডিও বার্তায় করোনা ভাইরাস সংক্রমণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জনগনকে ঘরে থাকার আহবান জানিয়ে তিনি বলেন – মানুষ করোনাভাইরাস সংক্রমণে গৃহবন্দী জীবনযাপন করছে। দেশে একটি সংকটকাল অতিবাহিত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে বর্তমান সরকার অসহায় মানুষের ঘরে ঘরে চিকিৎসা ও খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এই সংকট খুব শিগগিরই কেটে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেয়া অব্যাহত রয়েছে। সরকারি সহায়তার পাশাপাশি তিনি তাঁর ব্যক্তিগত অর্থায়ন থেকে খাদ্য সামগ্রী বিতরণসহ আর্তমানবতার সেবায় বিনামুল্যে চিকিৎসা এবং ওষুধপত্র বিতরণ করছেন উলেখ করে তিনি নেতাকর্মী এবং প্রশাসনের কর্তব্যাক্তিদের উদ্দেশ্যে হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন- এই দুঃসময়ে কোনভাবেই যেন গরীবের হক খাদ্য সামগ্রী আত্বসাতের ঘটনা না ঘটে।
খাদ্য সহায়তা কর্মসুচিতে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দীকী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহ আলম মোল্লা, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুনসহ পৌর যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা