করোনাভাইরাসের মতো সংকটকালীন পরিস্থিতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানিয়েছে।
রোববার (২৯ মার্চ) বিএফইউজে সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ এবং ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু যুক্ত বিবৃতিতে এই দাবি জানানো হয়।
তারা বলেন, করোনা মহামারির এই ঝুঁকিপূর্ণ সময়ে সংবাদকর্মীরা নিরলসভাবে কাজ করে চলেছেন। মানুষ হিসেবে তাদের প্রত্যেকের সংসার ও পরিবার আছে। বর্তমানে বাজার নিয়ন্ত্রিত ও সংকুচিত। সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।
বিবৃতিতে নেতারা বলেন, এ অবস্থায় জীবিকার প্রয়োজনে সংবাদকর্মীদের হাতে নগদ অর্থ থাকা খুবই জরুরি। তাই দেশের প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান, অনতিবিলম্বে সংবাদকর্মীদের বকেয়া বেতন পরিশোধ করুন এবং একইসঙ্গে চলতি মার্চ মাসের বেতন যথাশীঘ্র পরিশোধের পদক্ষেপ নিন।
তারা বলেন, তাছাড়া, এ সময়ে অফিসের বাইরে খাবারের কোনো ধরনের ব্যবস্থা না থাকায় আপদকালে অফিসের অভ্যন্তরে কর্তৃপক্ষের উদ্যোগে নাশতা ও খাবারের ব্যবস্থা করার জন্যও দাবি জানান নেতারা।
বিবৃতিতে নেতৃবৃন্দ সংবাদকর্মীদের যাতায়াত সুবিধাসহ অফিস এবং বাইরে পেশাগত দায়িত্ব পালনকালীন প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জামাদি নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।
অন্যথায়, করোনাভাইরাসে সংবাদকর্মীরা আক্রান্ত হলে তার দায়-দায়িত্ব কর্তৃপক্ষকে বহন করতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন নেতৃবৃন্দ।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা