অনলাইন ডেস্ক
সারা বিশ্ব যখন করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল তখন থাইল্যান্ডের করোনা পরিস্থিতি ছিল অনেকটা নিয়ন্ত্রণে। রোগীর সংখ্যা খুবই কম ছিল। এমন কি কয়েক মাস ছিল না কোনো করোনা রোগী।
কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ে থাইল্যান্ডে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। রোববার আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯৬৭ জন। সোমবার আক্রান্তের সংখ্যা ৯৮৫ জন।
এরমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে বার, ডিস্কো ক্লাব, বিভিন্ন বিনোদন কেন্দ্র। প্রতিদিনই আসছে নতুন কিছু বন্ধের ঘোষণা। যে প্রদেশে ৫০ জনের বেশি করোনায় আক্রান্ত সেই প্রদেশে বন্ধ রাখতে হবে মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান।
এ পর্যন্ত থাইল্যান্ডে সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩,৬১০ জন এবং মৃত্যুবরণ করেছে ৯৭ জন।
আরোও পড়তে পারেন : ড. ইউনূসের মালয়েশিয়া সফর : প্রতিরক্ষাখাতে চুক্তিসহ হতে পারে ৩ সমঝোতা