ফাইল ছবি।
সিনিয়র স্টাফ রিপোর্টার : রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক প্রফেসর ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, বিশ্বে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারীর কেন্দ্র এখন ইতালীতে। সেখানে এখন ল্যাবরেটরি নিশ্চিত রোগীর সংখ্যা ১৭৭৫০ জন, এ পর্যন্ত মৃত্যু ঘটেছে ১৪৪১ জনের। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯৬৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৩৭২ জন, বাসাতে চিকিৎসাধীন ৭৮৬০ জন, আইসিইউ-তে আছেন ১৫১৮ জন।
তিনি জানান, স্পেনে এখন ল্যাবরেটরি নিশ্চিত রোগীর সংখ্যা ৪২৩১ জন, গত ২৪ ঘন্টায় ১২৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত মৃত্যু ঘটেছে ১২০ জনের, গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ৩৬ জন।
তিনি প্রবাস ফেরতদের স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকার অনুরােধ জানান। এর মধ্যে যাদের নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকা সম্ভব নয় তাদের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকার কথা বলেন।
তিনি বলেন, কোভিড-১৯ আক্রান্ত দেশসমূহ থেকে দেশে ফেরত আসা কোনো কোনো প্রবাসী বাংলাদেশী স্বেচ্ছা বা গৃহ কোয়ারেন্টিন পালন করছেন না। কেউ কেউ এ ভ্রান্ত ধারণা পোষণ করছেন য়ে, তারা কোভিড-১৯এ আক্রান্ত হবেন না। এটা ঠিক যে, তারা এখন সম্পূর্ণ সুস্থ। কিন্তু তারা কোভিড-১৯ আক্রান্ত দেশে গত ১৪ দিনের মধ্যে ছিলেন। এমনকি তারা সুস্থ অবস্থায় স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ মুক্ত প্রমাণিত হলেও এর পর যে কোন সময় সে দেশে থাককালীন বা বিমানে-ট্রানজিটে অবস্থানকালে ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারেন, হয়তো এখনো লক্ষণ প্রকাশ পায় নি। দেশে ফেরার পর মোট ১৪ দিন পর্যন্ত তিনি অন্যান্য সুস্থ ব্যক্তিদের থেকে দূরে থাকবেন, এ সুপ্তিকালে তার মধ্যে কোভিড-১৯ সংক্রমণ প্রকাশিত হতে পারে। আক্রান্ত এলাকা থেকে আগত সবাইকে নিজেদের নিরাপত্তার স্বার্থে, সামাজিক নিরাপত্তার স্বার্থে, পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে ১৪ দিনের জন্য কষ্ট স্বীকার করে স্বেচ্ছা/গৃহ কোয়ারেন্টিন মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি তারা সংক্রমণ প্রতিরোধে চালু থাকা দেশের আইন ভঙ্গ করবেন না। আইন ভঙ্গের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি(বর্গ)কে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে অবস্থান করার জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা