দেশে যদি কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায় তাহলে তাদের চিকিৎসার জন্য সরকারিভাবে সম্মিলিত সামরিক হাসপাতালে ৩০ শয্যা প্রস্তুত করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) আইইডিসিআর সম্মেলন কক্ষে সাংবাদিকদের বাংলাদেশে ২০১৯- একরোনা পরিস্থিতি সম্পর্কে অবহিতকালে আইইডিসিআর-এর পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা জানান।
এসময় সাংবাদিকদেরকে করোনা ভাইরাসের পরিস্থিতি তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক প্রফেসর ডা. শাহনীলা ফেরদৌসী।
তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিবেশিত তথ্যে জানা যায় এ পর্যন্ত সারা বিশ্বে এ যাবত ২০ হাজার ৬শ ৩০ জন নিশ্চিত করোনাভাইরাস আক্রান্ত (গত ২৪ ঘন্টায় ৩ হাজার ২শ ৪১ জন আক্রান্ত হয়েছেন)। চীনে ২০ হাজার ৪শ ৭২ জন নিশ্চিত করোনাভাইরাস আক্রান্ত (গত ২৪ ঘন্টায় ৩ হাজার ২শ ৩৫ জন আক্রান্ত হয়েছেন)। এদের মধ্যে মারাত্মক অবস্থায় আছেন ২ হাজার ৭শ ৮৮ জন (নতুন ৪শ ৯২ জন), মৃত্যুবরণ করেছেন ৪২৫ জন (গত ২৪ ঘন্টায় ৬৪ জন মৃত্যুবরণ করেছেন)।
চীনের বাইরে নিশ্চিত করোনাভাইরাস আক্রান্ত আছেন ২৩টি দেশের ১৫৯ জন (গত ২৪ ঘন্টায় ৬ জন আক্রান্ত হয়েছেন), মৃত্যু বরণ করেছেন ১ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল্যায়নে ঝুঁকির মাত্রা চীনে অতি উচ্চ, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উচ্চ এবং সারা বিশ্বে উচ্চ।
তিনি জানান, চীনের সব রোগীদের মধ্যে ৯৭ ভাগ হুবেই প্রদেশের। চীনে মোট মৃত্যুর সংখ্যা ৪২৫ জন। রোগীদের মাঝে মৃত্যুহার চীনে ২ দশমিক ১ ভাগ, হুবেই প্রদেশে ৩ দশমিক ১ ভাগ, রোগীদের মাঝে ৮০ ভাগই ৬০ বছরের বেশী বয়সী, ৭৫ ভাগ রোগী অন্যান্য রোগেও আক্রান্ত, মৃত্যুবরণকারীদের দুই-তৃতীয়াংশ পুরুষ।
কারো প্রয়োজনে আইইডিসিআর-এর হটলাইন নম্বর এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে। নম্বর হচ্ছে : ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১
আইইডিসিআর নির্দেশিত করোনা ভাইরাস প্রতিরােধে করণীয়
* ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুবেন (অন্তত ২০ সেকেন্ড যাবৎ) * অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না * ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন * কাশি শিষ্টাচার মেনে চলুন (হাঁচি/কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন) * অসুস্থ পশু/পাখির সংস্পর্শ পরিহার করুন * মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাবেন * অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন *জরুরী প্রয়োজন ব্যতীত চীন ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ব্যতীত এ সময়ে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন * অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা