অনলাইন ডেস্ক
কক্সবাজারের পানি শোধনাগার নির্মাণ কাজ শেষ হলেও সুফল পাচ্ছে না পৌরবাসী। বরাদ্দের অভাবে বাসা-বাড়িতে পানির লাইন স্থাপন না করায় চালু করা যাচ্ছে না প্রকল্পটি। শিগগিরই সংযোগ লাইন স্থাপনের কাজ শুরু হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
কক্সবাজারে পানির স্তর নেমে যাওয়ায় সুপেয় পানি সংকট দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানে ২০১৯ সালে পানি শোধনাগার নির্মাণের উদ্যোগ নেয় সরকার।
বাকখালী নদীর তীরে দুই একরের বেশি জায়গায় তৈরি করা হয়েছে পানি শোধনাগার। শহরের বিভিন্ন এলাকায় নির্মাণ করা হয়েছে পাঁচটি ট্যাংক। প্ল্যান্ট থেকে ট্যাংক পর্যন্ত সংযোগ লাইনও স্থাপনের কাজ শেষ। তবে গ্রাহকদের বাড়ি পর্যন্ত সংযোগ লাইন না থাকায় কোন সুফল মিলছে না।
অর্থের অভাবে বাসা-বাড়িতে পানির সরবরাহের লাইন স্থাপন করা যায়নি বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এজন্য নতুন করে বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানালেন পানি শোধনাগার প্রকল্পের পরিচালক গোলাম মুক্তাদির।
শিগগিরই কক্সবাজার পৌরসভার মানুষ নিরাপদ পানির সুবিধা পাবে বলে জানালেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। পানি শোধনাগারটি চালু হলে পৌর এলাকার বাসিন্দাদের সুপেয় পানির কাটাবে, আশা স্থানীয়দের।