অনলাইন ডেস্ক
অথচ গত সপ্তাহে লিভারপুলকে রুখে দিয়েছিল টেন হাগের এই দল। আর ওয়েস্টহ্যাম লিগ কাপে এই লিভারপুলের কাছেই ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল। সেখান থেকে ওয়েস্টহ্যাম ঘুরে দাঁড়ালো দারুণভাবে। তাতে ম্যানইউকে পেছনে ফেলে ৩০ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে গেছে ওয়েস্টহ্যাম। আর ২৮ পয়েন্ট নিয়ে ম্যানইউ নেমে গেছে আটে।
প্রথমার্ধটা সেভাবে জমজমাট না হলেও গোলের দারুণ সুযোগ পেয়েছিল ম্যানইউ। ৩৫ মিনিটে সেই সুযোগ নষ্ট করেছেন আলেহান্দ্রো গারনাচো। এই উইঙ্গার ভারসাম্য হারিয়ে শট নেন সোজা গোলকিপারের দিকে। তার পর পর দারুণ গোলের সুবর্ণ সুযোগ ছিল ওয়েস্টহ্যামেরও। বোয়েনের বিপজ্জনক ক্রস শেষ পর্যন্ত ব্লক করেছেন জনি ইভান্স।
প্রথমার্ধ গোলশূন্য থাকায় দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর প্রযোজনীয়তা দেখা দেয় ওয়েস্টহ্যামের। বিরতির পর আবারও সুযোগ তৈরি করেন বোয়েন। দারুণ হেড করলেও সেটি সেভ করেছেন ওনানা। তার পর ৭২ মিনিটে বোয়েনের কল্যাণে আসে প্রথম গোল। প্রথমে তার শট ম্যানইউ গোলকিপারের হাতে বাধা পায়। কিন্তু বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি ওনানা। সেটি বোয়েনের পা হয়ে চলে যায় জালে। তার পরের গোলটি বানিয়ে দেন পাকেতা। তার বানিয়ে দেওয়া বলে জাল কাঁপান কুদুস।
প্রিমিয়ার লিগে এটি ম্যানইউর অষ্টম পরাজয়। তাতে কোচ টেন হাগের ওপর চাপটা আরও বাড়লো।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা