টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে ৮টি দল
সিনিয়র স্টাফ রিপোর্টার : ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ মিডিয়াকাপ ফুটবলটুর্না মেন্টের প্রথমপর্বে সোমবার ( ১৬ মার্চ) শহীদ (ক্যাপ্টেন) এম.মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
প্রথম ম্যাচে ৭১ টিভি ৩-২ গোলে দৈনিক সমকালকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন ৭১ টিভির হাবিব রহমান। দ্বিতীয় ম্যাচে রেডিও টুডে ২-০ গোলে দৈনিক করতোয়াকে পরাজিত করে।
তৃতীয় ম্যাচে বাংলাভিশন ২-০ গোলে দৈনিক ঢাকা টাইমসকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বাংলাভিশনের মিজানুর রহমান সবুজ। চতুর্থ ম্যাচে জিটিভি ২-০ গোলে ইউএনবিকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন জিটিভির অতিথি খেলোয়াড় এম এম সেকান্দার।
পঞ্চম ম্যাচে নিউ এইজ ১-০ গোলে বাসসকে পারাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের আহম্মদ ফয়েজ। দিনের শেষ খেলায় খোলা কাগজ ১-০ গোলে এশিয়ান টিভিকে হারায়। এ খেলায় ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের বদরুল আলম খোকন। প্রতিপক্ষ মাঠে নাআসায় ইত্তেফাক ও নিউ নেশন ওয়াক ওভার লাভ করে।
আজকের বিভিন্ন খেলায় অতিথি হিসেবে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন লিজেন্ড ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, রোলার স্কেটিং ফেডারেশনের সাধারন সম্পাদক আসিফুল হাসান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও নিউ এইজ পত্রিকার ডেপুটি এডিটর ফরিদ আহমেদ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায় এবংওয়ালটন স্মার্ট ফ্রিজের পৃষ্ঠপোষকতায় এ টুর্ণামেন্টের আয়োজন করা হচ্ছে।
বুধবার (১৮.০৩.২০২০)
দ্বিতীয় রাউন্ড
সকাল ০৮:৩০ টা নাগরিক টিভি বনাম জিটিভি সকাল ৯:০০টা ডেইলি সান বনাম এটিএন নিউজ সকাল ০৯:৩০টা সংগ্রাম বনাম আমাদের সময় সকাল ১০:০০টা চ্যানেল আই বনাম যুগান্তর সকাল ১০:৩০টা আজকালের খবর বনাম জবাবদিহি বেলা ১১:০০টা নয়াদিগন্ত বনাম ইত্তেফাক বেলা ১১:৩০টা ইনকিলাব বনাম মানবজমিন দুপুর ১২:০০টা জাগো নিউজ বনাম সংবাদ
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা