অনলাইন ডেস্ক
সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ এ আবেদন করেন। আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন।
আবেদনে সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও তার দুই ভাই আব্দুল কাদের মির্জা ও মাহাদাত কাদের মির্জার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান করে মামলার আর্জি জানানো হয়েছে।
অন্যদিকে দুদকের সাবেক চেয়ারম্যান ড. ইকবাল মাহমুদসহ তার ৩ ভাইয়ের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানের পাশাপাশি এ বিষয়ে মামলা করতে চেয়ে পৃথক আবেদন করেছেন আইনজীবী সুলতান মাহমুদ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সরকারদলীয় সাবেক এমপি-মন্ত্রী ও নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। পরবর্তীকালে আন্দোলন দমন ও প্রাণহানির ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা হয়। পৃথক এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আসামি করা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা