অনলাইন ডেস্ক
রোববার প্রথম রাউন্ডের শুরুর দিনই দারুণ কেটেছে ওয়ালটন মধ্যাঞ্চলের। প্রথম দিনই বিসিবি উত্তরাঞ্চলকে অলআউট করে শুরু করে তারা। এরপর মিঠুন ও মিজানুর রহমানের দৃঢ়তায় কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে দলটি।
৪৩ রানে অপরাজিত থেকে আজ দ্বিতীয় দিন শুরু করেন মিঠুন। দিনের শুরুতেই স্পর্শ করেন হাফ সেঞ্চুরি। এরপর পৌঁছে যান শতকের ঘরে। তিন অঙ্কের ঘরে যেতে মিঠুনের লেগেছে ১৪৫ বল। প্রথম শ্রেণির ক্রিকেট এটি তাঁর ১৩তম সেঞ্চুরি।
প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম বার ওপেনিংয়ে নেমেছেন মিঠুন। আর নতুন পজিশন পেয়েই জ্বলে উঠেছেন তিনি। তার সঙ্গে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন আরেক ওপেনার মিজানুর রহমানও। রোববার ২১৯ রানে গুটিয়ে যায় উত্তরাঞ্চল। সর্বোচ্চ ৪৬ রান করেন পারভেজ হোসেন ইমন। এ ছাড়া মার্শাল আইয়ুব ৩৫ ও তানজীদ হাসান তামিম ৩২ রান করেন। বল হাতে ৩ উইকেট নিয়ে ওয়ালটন মধ্যাঞ্চলের সফলতম বোলার হন রবিউল হক।
এরপর ব্যাট করতে নেমে উইকেট না হারিয়ে ৬১ রান নিয়ে দিন শেষ করে ওয়ালটন মধ্যাঞ্চল। আজ ৬১ রান থেকে শুরু করে দারুণভাবে এগিয়ে যাচ্ছে তারা। দুই ওপেনারের ব্যাটে এই মুহূর্তে ২০০ ছাড়িয়ে গেছে ওয়ালটন মধ্যাঞ্চল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা