অনলাইন ডেস্ক
নরওয়ের একটি প্রমোদ তরীতে এবার ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।
এমএস রোয়াল্ড আমান্টসেন নামে ওই প্রমোদ তরীর কয়েকশ’ যাত্রীকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।পর্যায়ক্রমে সব যাত্রীর কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।
জাহাজটি গত শুক্রবার থেকে নরওয়ের উত্তরাঞ্চলীয় ট্রমসো বন্দরে নোঙর করে রাখা হয়েছে।
আরোও পড়তে পারেন : জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল