অনলাইন ডেস্ক
শনিবার (২৩শে নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্যদিয়ে টুর্নামেন্টের লোগো উম্মোচন করা হয়।
আট দলের অংশগ্রহনে আগামী ১১ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। ৩২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা ও সিলেটের দুই ভেন্যুতে। সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে এবারের আসর।
শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্যদিয়ে টুর্নামেন্টের লোগো উম্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ সহ সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও বিসিবি পরিচালক ফাহিম সিনহা। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত চিত্রনায়ক সিয়াম আহমেদ ও আমিন খান। এই টুর্নামেন্টকে দেশীয় ক্রিকেটারদের প্রমানের বড় মঞ্চ হিসাবে দেখছেন বিসিবির সভাপতি ফরুক আহমেদ।
বিপিএল ক্রিকেট শুরু আগে প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। এতে বিপিএল ক্রিকেট আরো প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বলে জানান বিসিবির পরিচালক ফাহিম সিনহা।
অনুষ্ঠানে ৭ বিভাগের আঞ্চলিক ভাষায় প্রচারিত গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্য শিল্পীরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা