অনলাইন ডেস্ক
এরইমধ্যে এই কাজও শুরু হয়েছে বলে জানায় তালেবান। তবে বিদেশি আশ্রয় নেয়া আফগানদের শঙ্কা, তালেবানের শাসনে আফগানিস্তানের ভবিষ্যৎ হবে ভয়াবহ।
পুরো আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণের বাইরে বলতে ছিল শুধু কাবুল বিমানবন্দর। তবে ৩১ আগস্ট থেকে পাল্টে গেছে চিত্র। বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয়ার পর পুরো আফগানিস্তান এখন তালেবানের অধীনে।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, কী আছে আফগানিস্তানের সামনে? তালেবানের লক্ষ্যই বা কি? তালেবান বলছে, প্রাথমিকভাবে তাদের লক্ষ্য, গুরুত্বপূর্ণ বিভিন্ন অবকাঠামো ও স্থাপনা সংস্কার ও পুনর্গঠন। সেই সাথে সাধারণ আফগানদের মধ্যে থেকে তালেবান নিয়ে ভয় এবং আতঙ্ক দূর করা।
সিনিয়র তালেবান নেতা হেকমত উল্লাহ ওয়াসেক বলেন, কাবুল বিমানবন্দর পুনর্গঠনের কোনো বিকল্প নেই আমাদের জন্য। কারণ আন্তর্জাতিক যোগাযোগের জন্য এটাই আমাদের একমাত্র পথ। বেসামরিক ও সামরিক দুই ক্ষেত্রেই ব্যবহারের জন্য এই বিমানবন্দর পুনর্গঠনে কাজ শুরু করা হয়েছে। আশা করছি, খুব শিগগিরই এটি আবারও চালু হবে।
সিনিয়র তালেবান নেতা আনাস হাক্কানি বলেন, আমাদের মূল লক্ষ্য এখন দেশ পুনর্গঠন। কাবুলসহ পুরো আফগানজুড়ে শুধু ধ্বংসযজ্ঞের চিত্র। আর এর জন্য দায়ী শুধুমাত্র যুক্তরাষ্ট্র। কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে দেশজুড়ে তালেবান কোনো ক্ষয়ক্ষতি, ধ্বংস চালায়নি। যা করেছে তার পুরোটাই আমেরিকার কাজ। তারাই আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
এরইমধ্যে শিক্ষা, অবকাঠামো, নিরাপত্তা এবং অর্থনৈতিক খাতগুলোকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছে তালেবান। তবে বিদেশে আশ্রয় নেয়া আফগানরা, তালেবানের এই আশ্বাসে বিশ্বাস রাখতে পারছেন না। তাদের শঙ্কা, ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে আফগানিস্তানের জন্য।
আফগানিস্তানের সাবেক জ্বালানী মন্ত্রী নারগিস নেহান বলেন, একজন নারী অধিকার কর্মী হিসেবে, একজন সাবেক মন্ত্রী হিসেবে তালেবানের টার্গেটে পরিণত হবো এই বিষয়ে নিশ্চিত ছিলাম আমি। কারণ একজন নারী হিসেবে আমার অগ্রযাত্রাকে মেনে নেবে না তালেবান। আফগানিস্তানে এখন যে শাসন ব্যবস্থা চলবে তা কোনো নারীর জন্যই ইতিবাচক নয়। অথচ আমাদের রক্ষায় কেউই এগিয়ে আসেনি। পুরো বিশ্ব নীরবে তাকিয়ে তাকিয়ে কাবুলের পতন দেখেছে।
এরইমধ্যে বিভিন্ন প্রদেশের প্রশাসনিক দায়িত্ব পালনের কাজ শুরু করেছেন তালেবানের সিনিয়র নেতারা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা