অনলাইন ডেস্ক
প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সাথে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ শনিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৯২২ জনের দেহে ডেঙ্গুর জীবাণু শনাক্ত হয়েছে। এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়। এর আগে গত ১৮ই অক্টোবর দেশে একদিনে সর্বোচ্চ ৯০০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। এনিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রাগী সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪০৪ জনে।
আরোও পড়তে পারেন : আওয়ামীপন্থী সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন