অনলাইন ডেস্ক
আজ (সোমবার) গণভবনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দীর্ঘমেয়াদে টানা ক্ষমতা থাকায় দেশের উন্নয়ন হয়েছে । তিনি বলেন, ভিক্ষুকের জাতি বলে এখন কেউ আর অবহেলা করতে পারে না। উন্নয়নশীল দেশে পরিণত করেছি, এই অগ্রযাত্রা ধরে রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, যেকোনো দুর্যোগ দূরবীপাকে আওয়ামী লীগই সব সময় মানুষের পাশে থাকে। এটা প্রমাণিত। আওয়ামী লীগকে সেভাবেই কাজ করতে হবে। আমাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী। তারপরও আরো মজবুত করতে হবে।
উন্নয়ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,বাইরে যখন যায় তখন দেশকে উন্নয়ন করার ম্যাজিক কি এটি সবাই জিজ্ঞাসা করে। আমি বলি, আমাদের একটা শক্তিশালী সংগঠন আছে, পরিকল্পনা আছে, সুষ্ঠু পরিকল্পনা অনুযায়ী জনগণকে নিয়ে কাজ করি বলেই আমরা সাফল্য আনতে পেরেছি।
প্রধানমন্ত্রী বলেন, যারা আমাদের স্বাধীনতার বিশ্বাস করেনি, হত্যা করেছিল লুটপাট করেছে তারা তো আছে তাদের উত্তরসূরীরাও বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে। স্বাধীনতা সংগ্রামে যারা আমাদের সহায়তা করেনি, তাদের সাথেই এদের সবচেয়ে ভালো সম্পর্ক ও আত্মীয়তা। এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের।
প্রধানমন্ত্রী আরও বলেন,ভোট চোরের অপরাধে ১৯৯৬ সালে খালেদা জিয়াকে জনগণ বিতাড়িত করেছিল।গণতন্ত্র হরণ করা ভোট চুরি করা এটাই তাদের রেকর্ড। ওদের মুখেই এখন আমরা গণতন্ত্রের কথা শুনি। যারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছিলো, সেই ভোট চোরদের মুখে জনগণ আবার কি শুনবে?
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা