আসন্ন ঢাকা-১০, বাগেরহাট-৪ এবং গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচনে ধানের শীষ প্রতীকে পেতে বিএনপির মোট ৭ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।
তারা হলেন- ঢাকা-১০ আসনে শেখ রবিউল ইসলাম রবি, বাগেরহাট-৪ আসনে কাজী মনিরুজ্জামান, মনিরুল হক, কাজী খায়রুজ্জামান শিপন ও গাইবান্ধা-৩ আসনে মাইনুল হাসান সাদিক, রফিকুল ইসলাম ও মিজানুর রহমান সরকার মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
শুক্রবার রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করেন। এসময় মনোনয়ন প্রত্যাশীরা ১০ হাজার টাকায় ফরম সংগ্রহ করেন এবং মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় তাদেরকে ২৫ হাজার টাকা জমা দিতে হবে।
এর আগে গত বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ৩ জন মনোনয়ন প্রত্যাশী ফরম কিনেছেন।
আগামী রোববার বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড সাক্ষাৎকার নিয়ে চূড়ান্ত প্রার্থী ঠিক করবে বলে বাংলাদেশ জার্নালকে জানিয়েছেন।
আগামী ২১ মার্চ তিন আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আওয়ামী লীগের সংসদ সদস্য ইউনুস আলীর মৃত্যুতে ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ ও মোজাম্মেল হোসেনের মৃত্যুতে ৯ জানুয়ারি বাগেরহাট-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। এছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন শেখ ফজলে নূর তাপস। এজন্য ঢাকা-১০ আসনটিও শূন্য ঘোষণা করা হয়।
শূন্য ঘোষিত বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপ-নির্বাচনের তারিখ পরে ঘোষণা করবে নির্বাচন কমিশন।
ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করলেও অন্য দুই সংসদীয় আসনে পুরোনো পদ্ধতি তথা ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা